গাজী আব্দুল আলীম বিভাগীয় ব্যুরো চিফ : এম ভিশন পূর্বাচল সিটির প্রধান কার্যালয় মেরুল বাড্ডা ভেনাস কমপ্লেক্সে আজ অনুষ্ঠিত হয়ে গেল প্রতিষ্ঠান টির শুভ সূচনা।
আছর নামাজ বাদ প্রতিষ্ঠান টির নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্হিতিতে এবং সরকারী বেসরকারী বড় বড় প্রতিষ্ঠানের কর্নধার দের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান টির কর্নধার জনাব মাহবুব সাহেব বলেন,স্বল্প ও মধ্যবিত্ত পরিবারের আবাসন সংকট এর কথা বিবেচনা করে তাদের নিরাপদ আবাসন উপহার দিতে ও স্বচ্ছ জীবন ধারায় আবাসন হোক শান্তির ও নিরাপদ আশ্রয়স্হল এ শ্লোগান কে সামনে রেখে মানুষের কলানে এম ভিশন পূর্বাচল সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানে এম ভিশন পূর্বাচল সিটির যারা উপস্হিত ছিলেন তাদের মধ্যে যথাক্রমে ব্যবস্হাপনা পরিচালক জনাব মাহাবুব,তার কন্যা মুন।সি ই ও গাজী আব্দুল আলীম। এইচ আরডি এ্যাডমিন রানা,এ্যাসিষ্টান্ট ম্যানেজার মো: আইয়ুব আলী,সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং নীলামনি,কাষ্টমার রিলেশন অফিসার তানজিলা সাথী,কাষ্টমার রিলেশান অফিসার ফাহমিদা মুন।
এক্সিকিউটিভ অফিসার পাভেল,অফিস সহকারী আরিফ,। আগত অতিথিদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন মীর্জা আযম,অধ্যক্ষ রবিউল ইসলাম।রানা, ফরিদ, কাবিলা,কবি মরিয়ম রহমান।জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর ও মফস্বল সম্পাদক মোঃ আজগর হোসেন।
তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ ও গ্রাম ঘেকে আগত গ্রামবাসী গন।
অনূষ্ঠানে আগত অতিথি বৃন্দদের কে দোয়া ও মিলাদ শেষে মিষ্টি পরিবেশন করা হয়।প্রতিষ্ঠান টির মঙল কামনা করে সকলে দোয়া ও আশির্বাদ কামবা করার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
Alibeyköy su kaçak tespiti Maslak’ta su kaçağını Testo termal kameralarla tespit ettiler. Çok hızlı bir çözüm sundular. https://dubaiclub.shop/1732310980469223_405