জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : রাষ্ট্রদ্রোহী ও বিস্ফোরক মামলা থেকে খালাস পেলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ।
২০১৫ সালে কালো পতাকা মিছিল থেক রাজ পথের লড়াকু সৈনিক,সলঙ্গা কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ বেশ কিছু বিএনপির নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
সেই সাথে অবৈধ শেখ হাসিনা সরকারের দোসররা রাষ্ট্রদ্রোহী এবং বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করেন।
দীর্ঘ দশ বছর পর গতকাল বিশেষ ক্ষমতা আইনে,সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের দ্রুত বিচার আইনের বিজ্ঞ বিচারক চলমান মামলা থেকে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুনসহ ৩৩ জন আসামীকে বেকুসুর খালাস প্রদান করেন।
Mevlana su kaçak tespiti Beylikdüzü’nde su kaçağı sorunumuz vardı, çok memnun kaldık, öneriyorum. https://outhematrix.info/ustaelektrikci
Harbiye su kaçak tespiti Beykoz’daki evimdeki su kaçağını buldular ve kısa sürede onardılar. Hizmetlerinden çok memnunum. https://loveyou.az/ustaelektrikci