জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অভিনব কায়দায় ট্রেনযোগে ১৯৮ বোতল ফেন্সিডিল পাচারের সময় ২ নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কালুপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সায়মা খাতুন (২৩) ও লাহুরপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে শারমীন খাতুন (৩৩)।
গতকাল সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার (লে: কমান্ডার বিএম) এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা শাখার সহযোগিতায় যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক কারবারীকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কারবারীরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply