মোঃ রোস্তম আলী কাহারোল দিনাজপুর প্রতিনিধি: “সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, দিনাজপুরের কাহারোল উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
শনিবার (২ নভেম্বর ২০২৪) উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে সকাল ১১ জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সমাবেশ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সাবেক অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সমবায়ী এবং সুধীজনের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা কেন্দ্রীয় সমবায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ উপজেলা সমবায়ী সুধীজন।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ।
Ümraniye süpürge tamir tavsiye Personel çok nazik ve yardımseverdi. https://frenzay.com/blogs/14481/Elektrikli-S%C3%BCp%C3%BCrge-Tamiri
süpürge servisi Ümraniye fiyat Uygun fiyat, hızlı teslimat, ne isterseniz var. https://celebisland.com/read-blog/18460