ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সামাদ প্রধান, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী। আরো উপস্থিত ছিলেন দীপ শিখা সহ:সমন্বয়কারী শয়ের কোরবান ও মোছা: সাবিনা ইয়াসমিন ফিল্ড সুপার ভাইজার স্বাস্থ্য। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন দীপ শীখা এবং ওয়াল্ড ভিশন।
Leave a Reply