মোঃ রোস্তম আলী কাহারোল দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় থানা অফিসার ইনচার্জ হিসেবে মোঃ রুহুল আমীন যোগদান করায় কাহারোল প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি পাবনা জেলা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলায়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৪) সন্ধ্যা ৭টায় তার অফিস কক্ষে মতবিনিময়কালে তিনি বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ,আমি এ থানায় নতুন যোগদান করেছি,আপনারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করলে, আমি এ এলাকায়,মাদক নিয়ন্ত্রণ , ক্রাইম,বাল্যবিবাহ সহ সাধারণ মানুষের হয়রানি রোধ করার চেষ্টা করবো।
এ ছাড়াও তিনি বিভিন্ন অপরাধমূলক কাজ রোধকল্পে ওয়ার্কশপ /সেমিনার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, মোঃ রোস্তম আলী, মোঃ ইব্রাহিম খলিল সোহাগ, সুকুমার রায়, আব্দুল জলিল শাহ ও মোঃ আশরাফুল হক উপস্থিত ছিলেন।
Leave a Reply