চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে পূর্ব ঘোষণা ছাড়াই স’ মিল মালিকরা কাঠ ফারার মূল্য প্রতি সেফটি ১০ টাকা বৃদ্ধি করায় কাঠ ব্যবসায়ী ও ফার্নিচার ব্যবসায়ী সমিতির প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আজ সোমবার বেলা ১১ টার সময় মেহেদী হাসান মিঠুর উপস্থাপনায় সমিতির সভাপতি, আসাদুল হক টিটো বলেন সরকার বিদ্যুতের দাম তো বাড়ায়নি তাহলে কেন স’মিল মালিকেরা কাঠ ফাড়ার মূল্য বৃদ্ধি করবে।কিছু অসাধু মালিক আছে যাদের ব্যবসায়িক উদ্দেশ্য হাসিলের জন্য সিন্ডিকেটের দ্বারা দফায় দাফাই অধিক মুনাফা পাওয়ার আশায় সরকারি আইনকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে তাদের রাজত্ব কায়েম করে যাচ্ছে।এসব ব্যবসায়ীদের ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স গ্রহণ করা উচিত এবং সেই সাথে যে সমস্ত মালিকরা কাঠ ফারার মূল্য বৃদ্ধি করেছে সেই মিলগুলো থেকে সমস্ত রকম কাঠ কেনাবেচা ও কাঠফারা থেকে বিরত থাকার আহ্ববান জানিয়েছেন।
তিনি বলেন আমরা গরীব মানুষ।দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে সেই সাথে বিদ্যুতের দোহাই দিয়ে যদি কাঠফাঁড়া মূল্য বৃদ্ধি করে তাহলে আমাদের সকলের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। সেই সাথে পরিবারগুলো পথে বসবে এবং অসংখ্য শ্রমিক বেকার হবে। তাই তিনি এইসব মালিকদের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করার জন্য আশু হস্তক্ষেপ কামনা করছে কর্তৃপক্ষের কাছে। এ সময় বক্তব্য রাখেন সেক্রেটারি দেলোয়ার হোসেন ও সাবেক সভাপতি দিলীপ সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাঠমিস্ত্রি সমিতির সভাপতি সৌরভ ও সেক্রেটারি নজরুল ইসলাম। এ সময় কাঠ ব্যবসায়ী ও ফার্নিচার ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে কাঠ ব্যবসায়ী ও ফার্নিচার ব্যবসায়ীরা একটি স্মারকলিপি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর জমা দেওয়া হয়।
Leave a Reply