কাহারোল দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের নামে কতিপয় দুষ্কৃতিকারী রাতের আঁধারে পোস্টার ছাপিয়ে মিথ্যা অপপ্রচার করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বরাবরে স্মারকলিবি পেশ করেন।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪)বেলা ১১ টায় উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের স্বনামধন্য ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে এই প্রতিবাদ সমাবেশ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী জানান আমার এই স্কুল থেকে একাধিক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হয়েছেন এই স্কুলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের জন্য এরূপ মিথ্যা অপপ্রচার করেছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট প্রশাসন, সাংবাদিক ও এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।
বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক মো. গোলাম মোস্তফা গোলাপ বলেন এই বিদ্যালয়টি ১৯৬১ সালে স্থাপিত হওয়ার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে একটি কুচক্রী মহল রাতের আঁধারে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে পোস্টার ছাপিয়ে অপপ্রচার চালিয়ে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা উচিত।
বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক ইতি রানি সরকার বলেন কতিপয় দুষ্কৃতকারী এরূপ অপপ্রচার চালানোর কারণে বিদ্যালয়ের সুনাম নষ্ট হয়েছে, অপপ্রচারকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম জানান, ঘটনাটি আমি শুনেছি এবং উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি পেশ করেছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply