ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইমরান আলী(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফহহাদ আকন্দ
ও রাণীশংকৈল থানার ,এস আই আজাহারুল এর নেতৃত্বে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ইমরানকে আটক করে। আটকৃত ইমরান আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে ।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কর হয়েছে।
selamat datang di situs slot online, slot online daftar
Takipçi kitlesi Google SEO, dijital pazarlama stratejimizin temel taşı oldu. https://royalelektrik.com//esenyurt-elektrikci/