কাহারোল দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় ধানহাটি এলাকায় কুদ্দুস নামে পরিচিত এই বাক প্রতিবন্ধী ছেলেটি চায়ের দোকানে, পানের ঘুন্টিতে, কাঁচা তরকারির দোকানে, যে যখন ডাকে তার কাজ করে দেয়, বিনিময়ে কেউ হয়তো ১০ টাকা ২০ টাকা কিংবা একমুঠো ভাত খেতে দেয় প্রতিনিয়ত। অনেকে তার সাথে একটু মজা করেও, মজা নেয়। অনেক কিছুই বলতে চায়, কিন্তু সে বাক প্রতিবন্ধী কথা বলতে পারেনা। তা জেনেও কেন এত নিষ্ঠুরতা প্রশ্ন সচেতন মহলের কাছে?
জানা যায় গত সোমবার বিকেলে দিনাজপুর জেলার কাহরোল উপজেলা ধান হাটি ইমরানের চায়ের দোকানে এই পাগল ছেলেটি কাজ করছিল ঐ সময় উপজেলার রসুলপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত আতাবুদ্দিনের ছেলে খামার ব্যবসায়ী আব্দুস সাত্তার কাঁচের গ্লাসে পানি পান করার সময় এই পাগল ছেলেটি তার পিঠে হাত দিয়ে একটি খোঁচা মারে, ক্ষিপ্ত হয়ে আব্দুস সাত্তার তার হাতে থাকা গ্লাস দিয়ে তার মুখে সজোরে আঘাত করলে, কাঁচের গ্লাসটি ভেঙ্গে চুরমার হয়ে তার মুখটি ক্ষতবিক্ষত হয়ে রক্তক্ষরণে তার পরনের শার্ট ভিজে যায়।
স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মুখমণ্ডলের ক্ষতস্থানে ২০ থেকে ২৫ টি সেলাই করা হয়। এ ব্যাপারে আব্দুস সাত্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন বন্ধ করে আত্মগোপনে থাকে।
বাবা নেই, মা নেই এতিম এই প্রতিবন্ধী পাগল ছেলেটির পক্ষে বিচার কে দাবি করবে প্রশ্ন সচেতন মহলের কাছে, এরূপ নিষ্ঠুরতা, নির্মমতার জন্য ঘটনাকারী আব্দুস সাত্তারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
Leave a Reply