ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) সকাল ১১টায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাউত্ত নগর, বিডি – ০২৭৩ এর আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রাউত নগর শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে “শিশু নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করুন” এর গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রকল্পের সভাপতি সিংরাই সরেন মানিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাষ্টর স্যোস্যালকর্মী ইসুদান
বাড়ৈ (বাদল) উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাউত নগর-এর ম্যানাজার নাথানিয়েল মার্ডী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি বাবু অমল কুমার রায়, রাণীশংকৈল উপজেলা আদিবাসী চেয়ারম্যান নিখিল হেমরম, সাংবাদিক বিজয় রায়, এছাড়াও সাংবাদিক,ধর্মীয় নেতা, স্থানীয় নেতৃবৃন্দ এবং
এল সি সি’র সকল সদস্য বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।গোলটেবিল বৈঠকে শিশু নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করন ব্যাপারে বিশদভাবে আলোচনা করা হয়।
স্বাগত বক্তব্যে, প্রকল্পের সমাজ কর্মী রেনুকা মুরমু বলেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাউত নগর, বিডি- ০২৭৩ শুরু হয় ২০১৬ সালে। বর্তমান উপকারভোগী ৩৬১ জন, ১১ জন কর্মী আমরা দুস্থ্য শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সফলতার সাথে কাজ করছি। আপনাদের সকলের সহযোগিতার পেলে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব বলে তিনি মন্তব্য করেন।
Leave a Reply