মোঃ আল আমীন(সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবীতে সলঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেন সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
মানববন্ধন কালে শিক্ষার্থীদের ব্যানারে লেখা দেখা যায়,এক দফা এক দাবী সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগ চাই।এসময়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের নানা অনিয়ম,দূর্নীতি,অনৈতিক কর্মকান্ড সহ নানা বিষয় তুলে ধরেন৷
সেই সাথে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের দীর্ঘদীন চলা অনৈতিক কার্যকলাপের শাস্তির দাবী জানায় তারা৷এর আগেও গত ২৫ই আগষ্ট সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যায়লের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছিল৷ তারই ধারাবাহিকতায় এই মানব বন্ধন।
ছাত্রদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষনা দিয়েছে ছাত্ররা।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খাঁন জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ছাত্রদের আশ্বাস্ত করেছেন তিনি।
Leave a Reply