প্রীতি সাহা : রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। আজ বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।
আজ ২৩ আগস্ট শুক্রবার বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তানসহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে প্রায় পৌনে ১ ঘণ্টার বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠকে দ্বিপাক্ষীক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, পাকিস্তানের সাথে ব্যবসা-বাণিজ্যসহ আঞ্চলিক অগ্রগতি এগিয়ে নিতে চান তারা। আঞ্চলিক সহযোগিতাকে কিভাবে আরও সুদৃঢ় করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
Leave a Reply