চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে জ্বালানি তেলের ব্যাপক সংকট। আলমডাঙ্গা উপজেলাতে দুইটি তেলের পাম্প মেসার্স হক ফিলিং স্টেশন আজ দুপুর থেকে ও উত্তরা ফিলিং স্টেশন বিকাল পাঁচটা থেকে তেল দেয়া বন্ধ রেখেছে।বিপাকে পড়েছে মোটরসাইকেল আরোহীরা।সাধারণ মানুষের মধ্যে দেখা দিছে ব্যাপক উৎকণ্ঠা। তাদের কথা সরকার তেলের দাম বৃদ্ধি করেও জ্বালানি তেল সরবরাহ করে যাচ্ছে। কিন্তু আলমডাঙ্গাতে দুইটা ফিলিং স্টেশনে ঠিকমত তেলের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। কি কারনে তেল দিচ্ছে না সেটা আমাদের জানা নাই।
এ বিষয়ে পাম্পের ম্যানেজারের সাথে কথা বললে তিনি বলেন ডিপোতে টানা ছুটি থাকায় তেল আসেনি যে তেল ছিল তা শেষ হয়ে গেছে। ছুটির আগে চাহিদার অর্ধেক তেল পেয়েছিলাম তাই তেল দিতে পারছি না। পাম্পে তেল আসলে যথাসময়ে আমরা তেল দিতে থাকিব।
Leave a Reply