মোঃ মিন্টু শেখ : অবশেষে দেশে চালু হয়েছে ফেসবুক-টিকটক-ইউটিউব ফেসবুক, ইউটিউব, টিকটক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম।
আজ বুধবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে এবং টিকটক এর প্রতিনিধি সশরীরে বিটিআরসি কার্যালয়ে আসলে তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। তবে ইউটিউব বৈঠকে অংশ না নিয়ে সময় চেয়ে ই-মেইল বার্তা পাঠায়।
সংবাদ সম্মেলনে পলক বলেন, আজ বিকেল থেকে ফেসবুক, ইউটিউব, টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করে দিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর যে বিধিনিষেধ ছিল, সেগুলো তুলে দিতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কয়েক ঘণ্টার মধ্যে এগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। তবে সবাইকে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের পরামর্শ দিয়ে গুজব বা মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানান পলক।
ইন্টারনেট এবং ফেসবুক বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত ই কমার্স এবং এফ কমার্স ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী পলক।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মুশফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply