মোঃ আল আমীন(সিরাজগঞ্জ) : সিরাজ গঞ্জের রায়গঞ্জে ৩ হাজার ৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. শাহিন খান এবং মো. হারেজ উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান।
গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন, ঘুরকা বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন একটি চালবাহী ট্রাকে লুকানো অবস্থায় ৩ হাজার ৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, নগদ ৭ হাজার ৮৭৫ টাকা এবং একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান
Leave a Reply