রাঙামাটি জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ পূর্ণবহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে পার্বত্য চট্টগ্রামবাসী ও পার্বত্য এলাকার চাকরি প্রত্যাশীগণের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার চাকরির বয়সসীমা ৪০ বাতিল করার কারণে পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগণ আরও পিছিয়ে পড়বে। সমতালের সাথে পাল্লা দেওয়া এখানকার চাকরি প্রত্যাশীরাদের পক্ষে অনেকটা অসম্ভব। তাই পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে চাকরির বয়সসীমা ৪০ বহাল রাখা অত্যন্ত জরুরি।
Leave a Reply