নওগাঁর পোরশায় এক কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছেন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ছাওড় ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতা হলেন মাদক ব্যবসায়ী কামাল হোসেন লিমন(২৭) ও তার স্ত্রী আনজু মানয়ারা(২৬)। থানা অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে রাত আনুমানিক ১০টায় এসআই আবদুর রহিমের নেতৃত্বে এএসআই মেহেদী হাসান সহ সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে তাদের দু’জনকে ১ কেজি গাঁজা সহ হাতে নাতে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। উভয়কে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply