মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সব ধরণের পদক্ষেপ নিচ্ছে সরকার। বুধবার ২৮ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরণের কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতোমধ্যে আমরা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে পেরেছি। মূল্যস্ফীতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে। অসাধু ব্যবসায়ীরা যেন খাদ্য নিয়ে খেলতে না পারে এ বিষয়ে সরকার সচেতন আছে।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতি (রেপো) সুদহার দফায় দফায় বাড়িয়ে মে ২০২২ এর ৪ দশমিক ৭৫ শতাংশ হতে সর্বশেষ ৮ দশমিক শূন্য শতাংশে উন্নীত করা হয়েছে।
পাশাপাশি রিভার্স রেপো রেট (এসডিএফ) বৃদ্ধি করে ৬.৫০ শতাংশে উন্নীত করা হয়েছে এবং ঋণের সুদহারের ঊর্ধ্বসীমা তুলে দেয়া হয়েছে। নীতি সুদহার উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি করায় বাজারভিত্তিক গড় সুদ হারে দৃশ্যমান পরিবর্তন এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, আগামী রোজায় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অভিপ্রায়ে নিত্যপণ্যের পর্যাপ্ত যোগানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অন্যতম নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে ভারত সরকারের কাছে ১ লাখ মেট্রিক টন চিনি এবং ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ সরবরাহের জন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বাইরেও কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে দৈনিকভিত্তিতে কৃষিপণ্যের বাজারদর প্রকাশ করা হচ্ছে।
এ সময় সবাইকে সচেতন থেকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Wow, amazing blog format! How lengthy have you ever been blogging for?
you make running a blog glance easy. The entire glance of your site is wonderful,
as smartly as the content material! You can see similar:
najlepszy sklep and here najlepszy sklep