আব্দুল আলিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ইজিবাইক চালোকের হাত-পা বেঁধে এলো পাথারিভাবে কুপিয়ে অটো বাইক ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্যকার দস্যুতা মামলার রহস্য উদঘাটন এবং ৩৬ ঘণ্টার মধ্যে ইজিবাইকসহ ছিনতাইকারী শরিফুল ইসলামকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
রবিবার বিকেল ৪ টায় অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সলোঙ্গা থানায় প্রেস বিফিং করে এ তথ্য নিশ্চিত করে।
আটককৃত আসামি হলেন সলঙ্গা থানার তারুটিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম ।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং সেই সাথে ঘটনার লোম হাস্যকর বর্ণনা দিয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় দস্যুতা মামলা দায়ের করা হয়েছে
এবং জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।
Wow, incredible blog structure! How long have you ever been running a blog for?
you make blogging glance easy. The full glance of your
website is wonderful, as well as the content material!
You can see similar: sklep online and here e-commerce