মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : মিথ্যা তথ্য ও মিথ্যা খবরের বিভ্রান্তি সৃষ্টি রোধে নতুন আরও আইন আসবে জাতীয় সংসদে বলেন আইনমন্ত্রী আনিসুল হক কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে আসবে। তার মাধ্যমে নিয়ন্ত্রণ নয়, মিথ্যা তথ্য ও মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেবে সরকার।
রবিবার ২৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদারের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।
অনেক অনলাইন সংবাদমাধ্যম মিথ্যা সংবাদ করে অস্থিরতা সৃষ্টি করে, অপপ্রচার করে। এগুলো বন্ধে আইন করা হবে কি না-রুহুল আমিন হাওলাদারে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমাদের সংবিধানে বলা আছে, মৌলিক অধিকারের মধ্যে বাক্স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা। সেটাকে যথাযথ মর্যাদা দিয়ে আইন প্রণয়ন করতে হয়। আইন অলরেডি একটা আছে, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট।
এসময় আইনমন্ত্রী বলেন, আমি সংসদ সদস্যকে জানাতে চাই, সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং আরও কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদে আসবে।
তার মাধ্যমে নিয়ন্ত্রণ নয়, মিথ্যা তথ্য এবং মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায়, সরকার সেই ব্যবস্থা নেবে। তবে এর মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা কোনোভাবে সরকার খর্ব করবে না।
Wow, wonderful weblog layout! How lengthy have you been blogging for?
you make blogging look easy. The overall look of your website
is wonderful, let alone the content material! You can see similar: sklep internetowy
and here sklep internetowy