মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুরে ২৪শে ফেব্রুয়ারি২০২৪ ইং তারিখ শনিবার বাদ যোহর আরিচপুর তরুণ সমাজ এর উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুফতি এরশাদুল্লাহ্।অনুষ্ঠান পরিচালনা করেন আরিচপুর তরুণ সমাজ সংগঠনের সভাপতি শেখ আরিফুল ইসলাম বাপ্পি। উক্ত মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড, মোঃ আজমত উল্লা খান, সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বি এ, মোঃ কবির উদ্দিন বেপারী যুগ্ম আহ্বায়ক ৪৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন হযরতুল আল্লাম মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী।
এছাড়াও ওয়াজ পেশ করেন মুফতি রেজাউল করিম আবরার,মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম মাওলানা হাশমতুল্লাহ জিহাদী, মাওলানা আবু বক্কর সিদ্দিক ফরিদী, মাওলানা রিয়াদুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান,ও মাওলানা হানিফ সরকার ।
ওয়াজ মাহফিলে বক্তারা বলেন দেশের তরুণ সমাজ যে ভাবে আল্লাহর রাস্তায় এগিয়ে আসছে তাতে দেখা যায় আগামীতে এই তরুণ সমাজ দেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ্।
বক্তারা আরও বলেন শুধু দুনিয়ার কাজ করলে হবে না আখেরাতের কাজও করতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী, আমাদেরকে নামাজ রোজা, হজ্জ, যাকাত সময় মতো করতে হবে। তা না হলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিবো? পরে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Wow, marvelous blog format! How lengthy have you been running a blog for?
you make running a blog look easy. The full glance of your web site is fantastic, let alone the
content material! You can see similar: najlepszy sklep and here
sklep internetowy