মোঃলিমন হোসেন : গাজীপুরের টঙ্গীতে বহুল আলোচিত কিশোর গ্যাং মাইদুল বাহিনীর প্রধান মাইদুলকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
আজ টঙ্গীর খরতৈল এলাকা থেকে মাইদুলকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মনিরুজ্জামান নামক এক ব্যাক্তি তার বোন কে মোটরসাইকেলে করে বাসায় পৌছে দেয়ার সময় তার গতিরোধ করে একটি রিক্সার গ্যারেজে নিয়ে উভয়কেই বেধড়ক মারধর করে এবং ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে মনিরুজ্জামানের স্ত্রী ৪০ হাজার টাকা দিয়ে তার স্বামীকে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে তারা টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে মাইদুল কে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
এবিষয়ে কথা বলতে চাইলে অভিযোগকারী মনিরুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে কথা বলতে পারেন নি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মারধর ও চাঁদাদাবির অভিযোগের ভিত্তিতে মাইদুল কে গ্রেফতার করা হয়েছে। মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Wow, wonderful blog layout! How lengthy have you ever
been blogging for? you made running a blog look easy. The total
glance of your web site is magnificent, as smartly as the
content material! You can see similar: sklep online and
here sklep online