সড়ক দুর্ঘটনায় আহত সিআইডি কর্মকর্তার মৃত্যু
বিচিত্রা রানী বিশ্বাস
মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিআইডি’র এসআই বিচিত্রা রানী বিশ্বাস (৪৬) মারা গেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দার মহিলারোডে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন বিচিত্রা রানী। সেসময় লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান বিচিত্রা রানী। তিনি ফরিদপুরে সিআইডিতে এসআই পদে কর্মরত ছিলেন।
ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে। মামলায় নামা না জানা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এব্যাপারে কোতয়ালী থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
Wow, amazing blog format! How lengthy have you been blogging for?
you make running a blog glance easy. The full glance of your web site is magnificent,
as smartly as the content! You can see similar: sklep online
and here dobry sklep