মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের মহাপবিত্র ৪ দিনব্যাপী বিশ্ব উরস শরীফ আগামীকাল শনিবার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হবে।
আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি জু’মা নামাজ আদায় শেষে হুজুর পাকের রওজা শরীফ জিয়ারত করে বিশ্ব জাকের মঞ্জিলে সত্য ও ন্যায়ের পতাকা উত্তোলন করে উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়। আগামীকাল শনিবার থেকে আগামী মঙ্গলবার ৪ দিনব্যাপী পর্যন্ত চলবে এই উরস শরীফ।
ধারনা করা হচ্ছে, প্রতিবারের ন্যায় এবছরও ৪ দিনের এ মিলন মেলায় দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান ও ধর্মপ্রান মানুষ সমবেত হবেন বিশ্ব জাকের মঞ্জিলে।
আপন মুর্শিদ খাজায়ে খাজেগান হযরত শাহ্সূফী খাজা এনায়েতপুরী (কু:ছে:আ:) ছাহেবের নির্দেশে হেদায়েতের বাণী প্রচারে ১৩৫৪ বাংলা সনে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ফরিদপুরের সদরপুরের আটরশিতে আগমন করেন। ছোট্র কুড়ে ঘর থেকে শুরু করেন রাসুলে পাক (সা:) এর সত্য তরীকা প্রচারের কার্যক্রম। এরপর থেকে দলে দলে মানুষ আসতে থাকে। বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে মহান আল্লাহর নৈকট্য সন্ধান ও লাভের সাধনা এবং রাসুলে পাক (সা:) এর আদর্শের আলোকে আলোকিত হওয়ার বারি গ্রহন শুরু হয়। তারপর নিরবচ্ছিন্নভাবে সুদীর্ঘ ৭৬বছরেরও অধিক সময় ধরে খোদা অন্বেষীদের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল।
চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী লাখো মুসল্লির অংশগ্রহনে আজ জু‘মার বিশাল জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারত করা হয়। বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব লাখো শান্তিকামী মানুষকে সাথে নিয়ে রওজা শরীফ জিয়ারত করেন।
অপরদিকে, বিশ্ব উরস উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। পুরো ভেন্যুর প্রবেশ পথে জায়গায় জায়গায় তোরন, আল কুরআন ও পবিত্র হাদীস থেকে নেয়া উদ্ধৃতি উতকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্নিল সাজে সজ্জিত এখন বিশ্ব জাকের মঞ্জিল।
Wow, marvelous weblog layout! How long have you ever been blogging for?
you made running a blog glance easy. The total look of
your website is excellent, as smartly as the content!
You can see similar: dobry sklep and here sklep internetowy