নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার পশ্চিম বালূভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা ওরফে কালু (৩৬) এবং একই এলাকার পূর্ব বালুভরা গ্রামের ময়েজ শাহার ছেলে রিন্টু শাহা ওরফে জামিল (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন এদিন রাত সাড়ে ১০টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,দুইজন মাদক ব্যবসায়ী নওগাঁর কাঠালতোলার মোড় থেকে পায়ে হেটে মাদক নিয়ে রাণীনগর যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স পাঠানো হয়। পরে ওই দুইজন মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম বালূভরা ডালপট্রি এলাকায় পৌছলে পুলিশ তাদেরকে তল্লাশী করে। তল্লাশীকালে শ্যামল মৃধার নিকট থেকে দুই কেজি এবং রিন্টু শাহার নিকট থেকে দুই কেজিসহ মোট চার কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
Leave a Reply