তানভীর আহাম্মেদ(দিনাজপুর প্রতিনিধি): মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) বিকাল ৫.৩০ মিনিটে উপজেলার সাতোর ইউনিয়নের ব্রাম্মণভিটা গোয়াল পাড়া নামক স্থানে(ঢাকা – পঞ্চগড়) মহাসড়ক টি পারাপার হওয়ার সময় মুনি মারর্ডি (৫৫) নামে বৃদ্ধার মৃত্যু হয়। মৃত বৃদ্ধা – ওই এলাকার স্বামী রামদাশ মুর্মের স্ত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয় এলাকাবাসী মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।ধারণা করা হচ্ছে কোনো যানবাহন বৃদ্ধা কে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
এই ঘটনায় স্বজনদের আহাজারীতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply