নওগাঁর মান্দায় গ্রেফতারি পরোয়ানা, মাদক ও পালাতকসহ বিভিন্ন মামলার ১২ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, চাপাইনবাগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মৃত কহির আলীর ছেলে বুলবুল আলী (৪২), জেলার নিয়ামতপুর উপজেলার পাইকড়া এলাকার ছলিমদ্দিনের ছেলে বাবু (২০), মৃত আফজাল হোসেনের ছেলে নাসির সরদার (৩৫), মান্দার উপজেলার ভারশোঁ ইউপির বিমল চন্দ্রের ছেলে বিনয় চন্দ্র(৩৮), ভদ্রসেনা গ্রামের আছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৪১), গোবিন্দপুর গ্রামের মৃত ধীরেন্দ্রনাথের ছেলে দীলিপ চন্দ্র (৫০), ছুটিপুর গ্রামের মৃত জফের আলীর ছেলে রুস্তম করিরাজ (৬৫), এর ছেলে নুরুল ইসলাম (২৯), কুসুম্বা গ্রামের মৃত কালিপদের ছেলে কার্তিক চন্দ্র (৫৮), কুসুম্বা গ্রামের হরিমনের ছেলে নিমাই চন্দ্র (৩২), রমনীকান্তের ছেলে ধীরেন্দ্রনাথ (৭২) ও কামারকুড়ি গ্রামের মতিউরের ছেলে ববপ্লব (২৫)।
এব্যপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জন আসামী গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply