মোঃ ফখরুল হাসান স্টাফ রিপোটার সিরাজগঞ্জ : আজ(২৭ডিসেম্বর) শনিবার দুপুরে তাড়াশ উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসা মাঠে মীর আমেনা ট্রাভেলস এর ১২ তম হাজী সম্মেলনে সভাপতিত্ব করেন মীর আমেনা ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী আলহাজ্ব আরিফুল ইসলাম লিটন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬৪ সিরাজগঞ্জ ৩(তাড়াশ- রায়গঞ্জ সলংগা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহিনুল আলম লাবু, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও মীর আমেনা ট্রাভেলস এন্ড ট্যুরস এর হজ্ব ও ওমরাহ বিষয়ক পরিচালক আলহাজ্ব হাফেজ মোঃ আবুল কালাম ও আলহাজ্ব মাওলানা সোয়াইব আহম্মেদ।
মীর আমেনা ট্রাভেল এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী আলহাজ্ব আরিফুল ইসলাম লিটন বলেন, ওমরাহ হচ্ছে আরবি শব্দ এর আভিধানিক অর্থ হলো জিয়ারত বা সফর ও ইচ্ছা। শরীয়তের পরিভাষায় ওমরাহ বলা হয় -শরীয়ত নির্দেশিত বিশেষ পদ্ধতিতে বাইতুল্লাহর জিয়ারত করা। আমরা বিশ্বস্ততার সহিত বিগত দিনগুলোর মত সরকারি সকল বিধি-বিধান মেনে হজ্ব ও ওমরার দায়িত্ব পালন করে থাকি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজ বলেন,অনেকেই হজ পালন শেষে পরবর্তী করণীয় বিষয়টি মনে রাখতে পারেন না। তাদের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও হাজী সম্মেলনের আয়োজন করেছে মীর আমেনা ট্রাভেল এন্ড ট্যুরস। সবার আগ্রহ দেখে সত্যি আমি মুগ্ধ।
সম্মেলনে অন্যান্য বক্তারা হাজীদের করণীয় এবং হজ পরবর্তী নিয়ম-কানুনের বিষয়টি তুলে ধরেন।
এসময় বিভিন্ন উপজেলার পাঁচ হাজার হাজী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মেহমানদারি করান মীর আমেনা ট্রাভেল এন্ড ট্যুর।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply