রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা : আজ ২৪ শে জানুয়ারী বুধবার, আদি শিক্ষক ঐক্য যুক্ত মঞ্চের ডাকে, সুজিত ভট্টাচার্য ও নন্দ দুলাল দাসের নেতৃত্বে, পাঁচটি সংগঠন একত্রিত হয়ে, ১২ দফা দাবী নিয়ে এক মিছিল করলেন রানী রাসমনি রোড পর্যন্ত, এবং রানী রাসমনির সামনে রাস্তার উপর অনেক আগে থেকেই প্রশাসনের লোকেরা ব্যারিকেড করে দেয়, যাহাতে তারা যেতে না পারেন, তারা ওখানে দাঁড়িয়ে আন্দোলন করতে থাকেন এবং বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দাবিগুলি মেনে নিক। এবং বলেন যদি বিহার সরকার সমস্ত দাবি মেনে সুযোগ-সুবিধা দেয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার পারবেনা কেন এটাই তাদের মূল বক্তব্য।
পাঁচটি সংগঠনের মধ্যে ছিল এস এস কে, এম এস কে পৌরসভা মাদ্রাসা, শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র, একাডেমিক সুপারভাইজার।
তাহারা বলেন বিহার সরকারের মত ,সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীদের স্থায়ীকরণ, শূন্য পদে শিক্ষক নিয়োগ সহ ১২ দফা দাবী মানতে হবে, আমরা এই নিয়ে বহুবার দাবি জানিয়েছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে কোন ভ্রুক্ষেপ করেননি।
দাবি গুলির মধ্যে ছিল..…..
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো দিতে হবে ।
শিক্ষা বন্ধুদের অবসরের সময় ৬৫ বছর ফিরিয়ে দিতে হবে।
প্রতিমাসে ১লা তারিখে বেতন দিতে হবে ।
পৌরসভার ছাত্রছাত্রীদের যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা দিতে হবে।
অবিলম্বে শিক্ষা বন্ধুদের বকেয়া এরিয়ার পরিশোধ করতে হবে।
সমকাজে সমবেতন দিতে হবে।
শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে।
যদি সরকার এই দাবিগুলি মেনে না নেয়, আমরা আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে যাব। তাহারা জানান সরকার সমস্ত দপ্তরের বেতন বাড়িয়ে চলেছে, অথচ আমাদের কিছুই করছে না, তাই আজকের এই আন্দোলন।
Leave a Reply