এস আই হাবিব : ১১ পেরিয়ে ১২ পদার্পন-সবার সাথে এশিয়ান টেলিভিশন” এ শ্লোগান নিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে এশিয়ান টিভির ১১ তম বর্ষপূর্তি পালিত হয়েছে। আজ ১৯ জানুয়ারী শুক্রবার বিকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে ও এশিয়ান টিভি পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মাসুদার রহমান মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় ভার্চূয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন। আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাহেদার রহমান,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম কবির,এস আই হাবিব আশরাফুজ্জামান,মিজানুর রহমান মিলন মন্ডল, রবিউল ইসলাম রুবেল, মোমেনুর রশিদ সাগর,আব্দুর রাজ্জাক,শহিদুল ইসলাম,আবু হানিফ বায়োজিত শাকিল, শাহারুল ইসলাম,মাসুদ রানা,সরকার লুৎফর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এশিয়ান টিভি উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন সেই সাথে পূর্বের ন্যায় ধারাবাহিক ভাবে পলাশবাড়ীর দুর্ভোগ ও সফলতার সংবাদ গুলো আরো বেশি বেশি প্রচারের প্রত্যাশা করেন। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন আর রশিদ C,R,P নির্দেশনায় উপজেলা চত্বরে অসহায়, গরীব ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply