তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে খানসামা থানা পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত তাজীম উদ্দিনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুজ্জামান স্মৃতি (৪২) ও মৃত ইউসুফ আলী শাহ্ এর ছেলে মো. ইয়াসিন আলী (৩৯), টংগুয়া গ্রামের মৃত সাইফুদ্দিন আহমেদের ছেলে ভেড়ভেড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইয়াদুল ইসলাম মুক্তি (৫৪)।
খানসামা থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে তাদের নামে নাশকতার একটি মামলা রয়েছে। নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করে রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply