রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফসী) আবাদ বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৫ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সানাউল্লাহ্ হক এর সঞ্চালনা ও উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বীজ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। স্বাগত ব্যক্তব্য প্রদান করেন সমাজসেবা অফিসার আজিজুর রহমান আন্জুম।
এতে আরো উপস্থিত ছিলেন,১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃশাহ-আলম মজুমদার,উপ-সহকারী কৃষি অফিসার তছলিম উদ্দিন বাহার সহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য যে, ৫০০ জন কৃষকের মাঝে বীজ ধান সহ প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমপিও সার বিতরন করা হয়।
Leave a Reply