নওগাঁর মহাদেবপুরে ফসলী জমি নষ্ট করে আত্রাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ করা হয়েছে।
উপজেলার খাজুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের খগেন্দ্রনাথ মন্ডলের দুই ছেলে উত্তম চন্দ্র মন্ডল ও সুকুমার চন্দ্র মন্ডল, মৃত নবীন চন্দ্র মন্ডলের দুই ছেলে দোলন কুমার মন্ডল ও প্রবীর চন্দ্র মন্ডল, মৃত সুধীর চন্দ্র মন্ডলের ছেলে শচিন্দ্রনাথ মন্ডল, মৃত জুধিষ্ঠির চন্দ্র মন্ডলের ছেলে সবুজ কুমার মন্ডল ও মৃত হরেকৃষ্ণ মন্ডলের ছেলে বদন চন্দ্র মন্ডল অভিযোগ করেন যে, তারা তাদের জমিতে ধান চাষ করেছেন।
কিন্তু তাদের জমির উপর দিয়ে বালু নিয়ে যাওয়ায় তাদের ফসল বিনষ্ট হচ্ছে। তারা তাদের জমির উপর দিয়ে বালু পরিবহণে বাধা দিতে গেলে গত ১০ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মণপুর গ্রামের আবু বক্করের ছেলে মেহেদী হাসান, মোশাররফ হোসেনের ছেলে মিলন ও বাবু হোসেনের ছেলে শামীম বাহাদুর তাদের প্রাণনাশের হুমকি দেয়।এব্যাপারে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য রোববার (১৪ আগস্ট) উপজেলা কৃষি কর্মকর্তা ও খাজুর ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ধানের ক্ষেতে বালু উত্তোলন করে রাখা হচ্ছে। প্রতিপক্ষ মেহেদী হাসান জানান, জমির মালিককে টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে সেখানে বালু রাখা হচ্ছে। অভিযোগকারী দোলন কুমার জানান, তাদের পাশের জমি ভাড়া নিলেও তাদের জমি তারা ভাড়া দেননি।
Leave a Reply