মোঃ মোশারফ হোসেন সেলিম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার ইয়াবা, গডফাদার সাইফুল ইসলাম ওরফে সাবুকে, গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১১,টার দিকে রিজার্ভ বাজার এলাকার মাছ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ওরফে সাবু রিজার্ভ বাজার এলাকায় মাদক ব্যবসার গডফাদার। শহরের রিজার্ভ বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে যারা ইয়াবা ব্যবসা করে; তাদের গডফাদার, সাবু। এছাড়াও যুবদল ক্যাডার হিসেবে এলাকায় আধিপত্য বিস্তারেরও চেষ্টা চালায়। মাদক ব্যবসা ছাড়াও তার বিরুদ্ধে জমি দখল, কিশোর গ্যাংয়ের গডফাদার ও চোরাই কারবারের সাথেও প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার মামলা রয়েছে। ইয়াবা গডফাদার সাইফুল ইসলাম ওরফে সাবু রিজার্ভ বাজার ১নং ওয়ার্ডের শরীয়তপুর এলাকার মৃত সিদ্দিকের ছেলে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন সাবুকে গ্রেফতারে সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। নাশকতামূলক কর্মকান্ডের জন্য পুলিশ ইতোমধ্যে ১৩ জনকে গ্রেফতার করেছে বলে ওসি জানান।’
Leave a Reply