বার্তা ডেক্স : আগামীকাল মঙ্গলবার বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
আজ সোমবার (২০ নভেম্বর) বিকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে বুধ ও বৃহস্পতিবারের অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সূত্র জানায়, জামায়াতে ইসলামীসহ অন্যান্য সরকারবিরোধী দলগুলোও একই কর্মসূচি ঘোষণা দেবে।
এদিকে আগামীকাল বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবার থেকে অবরোধের ডাক দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি)। সোমবার এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবারের অবরোধের ঘোষণা দেন এলডিপি সভাপতি অলি আহমদ।
নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ শেষ হচ্ছে। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা এল। তবে এবার তারা হরতালের পরিবর্তে অবরোধের কর্মসূচি দিল।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ শেষ হচ্ছে। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা এল। তবে এবার তারা হরতালের পরিবর্তে অবরোধের কর্মসূচি দিল।
এর আগে গত ২৯ অক্টোবর হরতাল এবং ৫ দফায় টানা ৪৮ ঘণ্টা করে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ বিরোধী দলগুলো।
Leave a Reply