বার্তা ডেক্স : রাজধানীর আরামবাগ, গুলিস্তান, গাবতলী ও যাত্রাবাড়ীতে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ পুলিশ বক্সের পাশে, সাড়ে ৮টার দিকে গাবতলীর বাস স্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এবং রাত সাড়ে ৯টায় রাজধানীর যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে বাসে দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ পুলিশ বক্সের পাশে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
এদিকে রাত সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে ৮টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।
এদিকে আজ রাত সাড়ে ৯টায় রাজধানীর যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল নামে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে সেখানে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে বলেও জানান ফায়ার সার্ভিসে এই কর্মকর্তা।
এসব ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর জানা যায়নি বলেও জানান তিনি। প্রসঙ্গত, আগামীকাল রবিবার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
Leave a Reply