নরসিংদী জেলা প্রতিনিধি : চলমান বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী হিসেবে এক দফা আন্দোলন অংশ হিসাবে টানা ৪র্থ দফা ৪৮ ঘন্টা অবরোধ পালন রাজপথে বিক্ষোভ মিছিল করলো নরসিংদী জেলা ছাএদল।
উক্ত অবরোধ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নরসিংদী জেলা ছাএদলের বিপ্লবী ছাএনেতা জাহিদ হোসাইন জাপ্পী। একজন বিপ্লবী ছাত্র নেতা বলেন, নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি থেকে যাকে প্রথমে যড়যন্ত্র করে বাদ দিয়েছেন, সেই জাপ্পীই প্রথম ছাত্রদলের ব্যানারে রাজপথে। আজকের এই দিনে সঠিক মূল্যায়ন করার প্রায়োজন ত্যাগী নেতাদের।
আঁধার আর ভোর মিলিয়ে’ই তো জীবন ।পৃথিবীর কোনো যৌক্তিক আন্দোলন কখনো ব্যর্থ হয়নি হবে ও না। আরো উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজ ছাএদলের নেতাকর্মী বৃন্দর উপস্থিতি মাধ্যমে অবরোধে ঝটিকা মিছিল শেষ হয়েছে।
Leave a Reply