বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : শুভ কাজে সবার পাশে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ সরকারি কলেজ শাখা। গতকাল রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কলেজ শাখা শুভসংঘের বন্ধুরা।
এ সময় বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে.এম মাসুদুল হক।তিনি বলেন,বসুন্ধরা শুভসংঘ দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে।
কভিডকালীন সময়ে অসহায় ও গরিব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করছে যা সত্যিই খুবই প্রশংসনীয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা কালের কণ্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদসহ উপজেলা কমিটির বন্ধুরা।
পরে সকলের সম্মতিতে বীরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি নূর নবী ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে রায়হান কবীরকে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হাবিবুর রহমান, হাবিবা আক্তার, মোমিন ইসলাম, সাইফুল ইসলাম।
যুগ্ন সাধারণ সম্পাদক রিঙ্কি আক্তার, লিপি আক্তার। সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা। কোষাধক্ষ আল আমিন ইসলাম, সহ-কোষাধাক্ষ আরজিনা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুনিরা আক্তার, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাদিয়া আক্তার। সমাজকল্যাণ সম্পাদক সুখী আক্তার, সহ সমাজ কল্যাণ সম্পাদক শাহিনা আক্তার, বেলাল হোসেন ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমন রায়, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আনারকলি দপ্তর সম্পাদক নাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক মামুনি রায় দিশা, নারী বিষয়ক সম্পাদক আশা রানী রায়, সহ-নারী বিষয়ক সম্পাদক হাফছা খাতুন ইভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ ইসলাম, কার্যকরী সদস্য জিহাদ ইসলাম, সকিনা, ফারজানা, কাজলচক্রবর্তী প্রমুখ।
Leave a Reply