ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ নান্দাইল হেড কোয়ার্টার হতে আঠারবাড়ী জিসি সড়ক মেরামত ও সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।,
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দৈর্ঘ্য ৫২০০ মিটার রাস্তাটির মেরামত ও সংস্কার কাজে ব্যয় হবে প্রায় তিন কোটি টাকা।
৫ নভেম্বর (রবিবার) সকাল ১১ টায় রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, নান্দাইল আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এসময় চন্ডীপাশা চৌরাস্তা মোড়ে উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা, উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, নান্দাইল পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম মানিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈর্ঘ্য ৫২০০ মিটার, রাস্তাটির মেরামত সংস্কার কাজ সমাপ্ত হলে নান্দাইল পৌরসভার একাংশ, চন্ডীপাশা ইউনিয়নের জনগণের ও ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী এলাকার জনগণের যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে।।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন-২০১৪ সালের ৫ ই জানুয়ারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বেশীর ভাগ সময়ই নির্বাচনী এলাকায় থেকে বিভিন্ন এলাকায় প্রায় সবকটি রাস্তা দিয়ে যাতায়াত করেছি এবং রাস্তাগুলোর অবস্থা আমার জানা আছে।
তিনি আরো বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি তুহিন ।
Leave a Reply