বার্তা ডেক্স : বিচ্ছিন্ন ঘটনায় সারাদেশে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ। অবরোধের সমর্থনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে বিএনপির নেতাকর্মীরা।
এদিকে, বন্দরের মদনপুর এলাকায় দুটি পিকআপ ভ্যান ভাংচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধের চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। ভাংচুর করা হয় কয়েকটি গাড়িতে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ভৈরবে আওয়ামী লীগ, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন ১০ জন। ভাংচুর করা হয় বিএনপির কার্যালয়।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। আরেক জনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামে অবরোধকালে সিটি গেট এলাকায় ১০-১৫টি গাড়ি ভাংচুর করা হয়। সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। মানিকগঞ্জে ঢাকা- আরিচা মহাসড়কে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
রাজশাহী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে বিচ্ছিন্নভাবে দুই একটি বাস ও ট্রাক চলাচল করছে। নগরিতে টহল দিচ্ছে বিজিবি। সিরাজগঞ্জে পাবনা বগুড়া মহাসড়কের উল্লাপাড়ায় অবরোধের সমর্থনে মিছিল করে বিএনপি।
এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনে মিছিল, পিকেটিং করার খবর পাওয়া গেছে।
Leave a Reply