আলীকদম ব্রাক কর্তৃক আয়োজিত জেন্ডার রেসপন্সিভ এডুকেশন প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু দুংড়ি মং মার্মা। আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন। আলীকদম উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক। আলীকদম উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোসাব্বির হোসেন। মোঃ আরিফ ব্রাক জেলা সমন্বয়কারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, শাহাদাতুল মুহিত, সিনিয়র ট্রেইনার, ব্রাক (জিআরইএসপি) প্রজেক্ট। উপস্থিত ছিলেন, মোঃ জাকারিয়া খান, সিনিয়র অফিসার শিক্ষা। রঞ্জিত কুমার বৈষ্ণব সিনিয়র অফিসার জেন্ডার। ইতালি চাকমা কর্মসূচি সংগঠক সহ আলীকদম উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রিন্ড মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রাক দীর্ঘদিন ধরে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে দরিদ্র মানুষের শিক্ষা, স্বাস্থ্য, ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ব্রাক সবসময় সরকারের দিক নির্দেশনা মেনে চলে অনেকাংশে সরকারের সহযোগিতায় হিসেবে কাজ করে। তারই ধারাবাহিকতায় ব্রাক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সাতটি উপজেলায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর সহায়তায় জেন্ডার রেস্পন্সিভ এডুকেশন এন্ড স্কিলস প্রোগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস শীর্ষক একটি প্রকল্প শুরু করেছে। এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদানের লক্ষ্যে ১৩ই আগস্ট ২০২২ ইং তারিখ রোজ শনিবার দুপুর ২ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে এক অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হই।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে, মেহরুবা ইসলাম বলেন, ব্রাককে দুর্গম পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে, যেসব এলাকায় শিক্ষার মান একেবারেই পিছিয়ে রয়েছে আপনাদের সেসব এলাকায় গিয়ে কাজ করতে হবে। এবং পার্লার ও সেলাই ট্রেনিং কম্পিউটার ট্রেনিং ও কারিগরি শিক্ষার প্রতি আরো বেশি জোর দিতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরক্ষরতা দূরীকরণে বিভিন্ন পরামর্শ দেন। তাছাড়া,
তিনি ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং ব্রাককে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।
Leave a Reply