বার্তা ডেক্স : ২৮ অক্টোবর রাজধানীতে ত্রিমূখী সমাবেশ ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে মতিঝিল ও নয়াপল্টন এলাকায়। জনমনে আতংক থাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে।
এমন পরিস্থিতি মতিঝিলে জামায়াত ইসলামের ঘোষিত শাপলা চত্ত্বর এলাকায় শুনশান নিরব পরিবেশ দেখা গেছে। আর একদিন পরই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু সেই লক্ষ্যে নেতাকর্মীদের তেমন কোনো আনাগোনা নেই। তবে বিপরীত চিত্র দেখা গেছে নয়াপল্টনে বিএনপির কার্যালয় এলাকায়। সেখানে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে পুলিশের কড়া নিরাপত্তাও দেখা গেছে সেই এলাকায়।
তবে সমাবেশের অনুমতি ছাড়া কোন দল সমবেত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান।
তিনি বলেন, সমাবেশের অনুমতি ছাড়া কোন দলের সমবেত হওয়ার সুযোগ নেই, কেউ রাস্তায় অবস্থান করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চাপ কিংবা কড়াকড়ি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সমাবেশকে ঘিরে কোন রকম চাপে নেই প্রশাসনে। অনুমতি ছাড়া কোন সমাবেশ করলে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে তল্লাশী, চেকপোস্ট আর সন্দেহভাজনদের জিজ্ঞাসা করা হচ্ছে বলে জানান পুলিশ।
Leave a Reply