মোঃ মুজাহিদুল ইসলামঃ আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে গাজীপুর মহানগর টঙ্গীতে প্রস্তুতি সভা ও দোয়ার আয়োজন করে গাজীপুর মহানগর তৃণমূল বিএনপির নেতাকর্মী।
২৬ শে অক্টোবর ২০২৩ ইং বৃহস্পতিবার বিকালে দত্তপাড়া এলাকার বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের নীজ বাড়ীতে বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি সভার আয়োজন করে। এ সভায় অংশ নেন গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।পরে সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা বিএনপি সাবেক সভাপতি শরাফত হোসেনসহ অঙ্গ সংগঠনের প্রায় ৬০ জন বিএনপি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন পুলিশের হাতে নেতাকর্মীদের আটকের বিষয়টি জানিয়েছেন।
তবে আটকের পর নেতাকর্মীদের নাম তাৎক্ষণিক প্রকাশ করেনি পুলিশ।গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক সালাউদ্দিন সরকার বলেন, বৃহস্পতিবার বিকালে আমার বাসভবনে নেতাকর্মীদের নিয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। সন্ধ্যায় একদল পুলিশ আমাদের শান্তিপূর্ণ এই আলোচনা ও দোয়া মাহফিলে প্রবেশ করে নেতাকর্মীদের ধাওয়া দেন। নেতাকর্মীরা ভয়ে ছোটাছুটি শুরু করলে পুলিশ আমাকে পুলিশ ভ্যানে তুলে নেয়। এ সময় সভাস্থল থেকে নেতাকর্মীদের আটক করে। পরে আমাকে পুলিশ ভ্যান থেকে নামিয়ে দেওয়া হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো মুস্তাফিজুর রহমান বলেন, একদল নেতাকর্মী সভায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে। এ সময় পুলিশ তাদের শান্ত হতে বললে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় ৬০ জন নেতাকর্মীকে থানায় আনা হয়েছে।
এ সময় আসাদ মন্ডল নামে এক বিএনপি নেতা আহত হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সিনিয়র অফিসাররা এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত জানাবেন।
Leave a Reply