মোঃ খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার : পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শারদীয় দুর্গা পূজার মহাষ্টমীতে রোববার সকালে সরল কালি বাড়ী কেন্দ্রীয় পূজা মন্দিরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
পূজা আয়োজক কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, রবি শংকর মন্ডল, পৌরসভা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, জেলা কমিটির সদস্য মৃত্যুঞ্জয় সরদার, প্রেসক্লাবের সহ—সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা মিজানুর রহমান, প্রভাষক তাপস কুমার মন্ডল, উজ্জ্বল বিশ্বাস, শ্রীষ কান্তি রায়, সঞ্জীব, রামপ্রসাদ বাছাড়, শ্রীনাথ কুমার বাছাড়, পলাশ রায়, তপন মন্ডল ও রবীন মন্ডল।
Leave a Reply