নওগাঁর মহাদেবপুরে জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার অফিস সহকারী মমেনুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক মমেনুল উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, এ ব্যাপারে নির্যাতিতা ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (১১ আগষ্ট) দিবাগত রাতে মহাদেবপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয় যে, মমেনুল ওই ছাত্রীকে মাদ্রাসায় প্রায়ই উত্ত্যক্ত করতো। গত ২ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীকে মাদ্রাসার বারান্দায় উত্ত্যক্ত করা শুরু করলে ছাত্রীটি রাগ করে বই খাতা মাদ্রাসায় রেখেই বাড়ি ফিরে আসে। দুপুর ১টায় মমেনুলও ওই ছাত্রীর বাড়িতে যায়। সেখানে তাকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। যাবার সময় একথা ফাঁস করলে প্রাণনাশের হুমকি দেয়।
উল্লেখ্য, ওই ছাত্রীর দরিদ্র পিতা মাতা ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। তাই ছাত্রীটি পীরপুকুর গ্রামে তার দাদাবাড়িতে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করে। তার দাদী জানান, ঘটনার দিন তিনি তার অসুস্থ মেয়ের বাড়ি গিয়েছিলেন।
জানতে চাইলে জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এখনও মমেনুলের বিরুদ্ধে বিভাগীয় কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান।
এদিকে মামলা দায়ের হলেও থানা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষক মমেনুলকে আটক করতে সক্ষম হয়নি।
Leave a Reply