ঢাকার ধামরাইয়ের চৌহাট পালপাড়ায় বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও দুই হাজার মিটার পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার এ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ধামরাইয়ের চৌহাট পালপাড়ায় বংশী নদীতে স্থানীয় শাকিল নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা বিক্রি করে আসছিল ।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply