আব্দুল আলিম সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সলঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া -সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার
Leave a Reply