বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বুপ্রেনরফিনযুক্ত মাদক ইনজেকশনসহ শাহীনুর রহমান (৫২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গ্রেফতারকৃত শাহীনুর রহমান উপজেলার ভগবানপুর গ্রামের মো. কায়েম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৭ ঘটিকায় আসামির নিজ শয়ন ঘর থেকে ২০ (বিশ) পিস বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাহীন শওকত বাদি হয়ে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেন। মামলা নং ৩০/২৪৭।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply