ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া দৌলতপুর থানার শিতলাইল গ্রামে জামে মসজিদে। নামাজ চলাকালীন সময়ে এক্স ব্লেডার ১৬৩ সিসি মোটরসাইকেলটি ঘারের তালা ভেঙে চুরি করে নিয়ে যায় চোর চক্র।
মোটরসাইকেলের মালিক শিমুল সাংবাদিকদের জানান শুক্রবার দুপুর ১ টার সময় মোটরসাইকেলের ঘাড়ে লক করে নামাজ পড়তে মসজিদে ঢুকি। নামাজ শেষে বাহির হয়ে দেখি মোটরসাইকেলটি আর নেই। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সহযোগিতা চাওয়া হয়।মোটরসাইকেলের সাথে ডিভাইস লাগানো থাকায় লোকেশন ট্র্যাক করে দেখতে পাই মোটরসাইকেলটি চুরি করে কোন দিকে নিয়ে যাচ্ছে।
৯৯৯ জাতীয় সেবায় ফোন দিলে দ্রুত দৌলতপুর থানার অফিস ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় । গাড়ির সাথে ডিভাইস থাকায় লোকেশন ট্র্যাক করে আলমডাঙ্গা থানা সীমানার ভেতরে গাড়ি প্রবেশ করলে আলমডাঙ্গা থানাকে দ্রুত অবহিত করে। তারই পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা থানার অফিস ইন চার্জ সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে এসআই সমীর ও কনস্টেবল মারুফকে বিষয়টি দেখার নির্দেশ দেন। ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় লোকেশন ট্র্যাক করে আলমডাঙ্গা সাত কপাট থেকে পিছু নেয়। এক সময়ে ধাওয়া খেয়ে নাগদা ইউনিয়নে ঘোড়ার দাড়ি গ্রামের মাঠের ভিতরে গাড়িটি রেখে পালিয়ে যায় চর চক্রটি। পরে আলমডাঙ্গা থানার এস আই সমীর ও কনস্টেবল মারুফ মোটরসাইকেলটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসলে আলামডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মালিক পক্ষের কাছে উদ্ধারকিত মোটরসাইকেলটি হস্তান্তর করে। এ বিষয়ে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
Leave a Reply